• NEWS PORTAL

  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

ঢাবিতে ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করলো ছাত্রদল

প্রকাশিত: ২১:৪২, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ঢাবিতে ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করলো ছাত্রদল

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদল নেতাদের উদ্যোগে ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা এই লাইব্রেরি থেকে বই পড়ার পাশাপাশি বই দানও করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাসের উদ্যোগে এবং ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিএম কাওসারের সার্বিক তত্ত্বাবধানে ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে প্রথম ‘লিটল ফ্রি লাইব্রেরি’ স্থাপন করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ও সমাজকল্যাণ ইনস্টিটিউট প্রাঙ্গণসহ কয়েকটি স্থানে আরও কয়েকটি ছোট লাইব্রেরি স্থাপন করা হয়। এতে রাজনৈতিক, সাহিত্যিক, অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয়ের প্রায় ৫০টি বই রাখা হয়েছে। 

বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব সাকিব বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের জন্য এটি আমার ছোট্ট প্রয়াস। শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ আরও বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ। ক্যাম্পাসের যেসব স্থানে শিক্ষার্থীদের আড্ডা বেশি হয়, সেসব জায়গাতেই এ ধরনের লাইব্রেরি স্থাপন করা হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরাই এই ‘লিটল ফ্রি লাইব্রেরি’র বই ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।

ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিএম কাওসার গণমাধ্যমকে বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লিটল লাইব্রেরির প্রচলন রয়েছে, কিন্তু বাংলাদেশে তা খুব কম দেখা যায়। আমাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের আড্ডার ফাঁকে বই পড়ার অভ্যাস গড়ে তুলবে, পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।


 

বিভি/এআই

মন্তব্য করুন: