• NEWS PORTAL

  • সোমবার, ১৩ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশিত: ১৭:২৪, ২৮ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:২৭, ২৮ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে স্থানীয়ভাবে বন্ধ হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান

এলাকাভিত্তিক যদি ৪২ ডিগ্রির ওপর তাপমাত্রা যায়, তাহলে সেখানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আছেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাও পরিবর্তন করতে পারেন, এটা অঞ্চলভেদে। 

রবিবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা জানান।   

কিছু হলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আলোচনা কেন ওঠে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

এর আগে শিক্ষামন্ত্রী বলেন, সবকিছু খোলা থাকবে। অথচ কিছু হলেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে—এ প্রত্যাশা যথাযথ নয়। আমরা শিক্ষা কার্যক্রম চালু রাখতে চাই। পরিস্থিতি তেমন খারাপ হলে অবস্থা বুঝে সরকার ব্যবস্থা নেবে। এ নিয়ে এতো আলোচনার প্রয়োজন নেই।

বিভি/রিসি

মন্তব্য করুন: