• NEWS PORTAL

  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

সময় বাড়লো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের

প্রকাশিত: ২১:২২, ৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সময় বাড়লো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের শিক্ষকের শূন্যপদের তথ্য অনলাইনে সংগ্রহের জন্য ই-রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

আগে এই সময়সীমা ছিলো ৫ নভেম্বর পর্যন্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ই-রেজিস্ট্রেশন করা যাবে। একই সঙ্গে এই সময়ের মধ্যেই যেসব প্রতিষ্ঠান আগে ভুল তথ্য দিয়েছে, তারা তথ্য সংশোধনের সুযোগও পাবেন।

বুধবার (৫ নভেম্বর) এনটিআরসিএ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন না করলে পরবর্তীতে সেই প্রতিষ্ঠান অনলাইনে শিক্ষকের শূন্যপদের চাহিদা দিতে পারবে না বলেও জানানো হয়েছে। 

বিভি/এআই

মন্তব্য করুন: