• NEWS PORTAL

  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

হাবিপ্রবি শিক্ষার্থীর নেতৃত্বে চালু হচ্ছে এডুকেশন লিডারশীপ অ্যাওয়ার্ড

মো. রাফিউল হুদা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   

প্রকাশিত: ১৬:০৪, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:০৪, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাবিপ্রবি শিক্ষার্থীর নেতৃত্বে চালু হচ্ছে এডুকেশন লিডারশীপ অ্যাওয়ার্ড

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী মোহাম্মদ তানভীর হোসাইন এর নেতৃত্বে চালু হচ্ছে ‘Education Leadership Award’। Next Bangladesh প্ল্যাটফর্মের মাধ্যমে প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড। এই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করেছে শিক্ষা বিপ্লব এবং তরুণ নেতৃত্বের মাধ্যমে দেশের শিক্ষার মান উন্নয়নে লক্ষ্যে।

তানভীর হোসাইন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী এবং একই সাথে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক। তিনি নিজ এলাকায় নিজ চেষ্টায় প্রতিষ্ঠা করেছেন আটপাড়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যা বিগত ৬ বছর যাবৎ শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বর্তমানে বাংলানিউজ২৪ এ মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি দৈনিক মানবকন্ঠ, বাংলাভিশন এবং নয়শতাব্দী-তে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।

তানভীর হোসাইন জানান, ‘Education Leadership Award’-এর মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদান রাখা শিক্ষক, ছাত্রনেতা, প্রতিষ্ঠান এবং তরুণ উদ্ভাবকদের স্বীকৃতি দেওয়া হবে। দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ জেলা ও উপজেলায় প্রতিনিধি টিম গঠন করা হচ্ছে, যাতে স্থানীয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে কার্যক্রম শক্তিশালীভাবে বাস্তবায়ন করা যায়।

তিনি মনে করেন, বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা মানসম্মত নয় এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। তার লক্ষ্য একটি আধুনিক, মেধা ও দক্ষতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।

এই অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে রয়েছে সেরা শিক্ষক, ছাত্রনেতা, প্রতিষ্ঠানগত উৎকর্ষতা এবং তরুণ উদ্ভাবক। এই উদ্যোগটি আগামী প্রজন্মের জন্য শিক্ষার মান উন্নয়নে নতুন দিশা দেখাবে এবং তরুণ নেতৃত্বের মাধ্যমে শিক্ষা বিপ্লব ঘটাবে বলে মনে করেন এই শিক্ষাথী।

বিভি/এসজি

মন্তব্য করুন: