• NEWS PORTAL

  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

হাসিনার ফাঁসির রায়: গরু-খাসি দিয়ে টিএসসিতে ভূরিভোজ

প্রকাশিত: ১৮:৪৯, ১৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হাসিনার ফাঁসির রায়: গরু-খাসি দিয়ে টিএসসিতে ভূরিভোজ

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা ভূরিভোজের আয়োজন করেছে।

ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের এসংক্রান্ত একটি পোস্ট ফেসবুকে শেয়ার করলে আলোড়ন সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এই ভোজের আয়োজনে সম্মতি জানায়।

এরপর আজ টিএসসিতে দুটি গরু এবং দুটি খাসি জবাই করে ভোজের প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, মঙ্গলবার মাগরিবের নামাজের পর এই ভোজ ও আনন্দ উদ্‌যাপন অনুষ্ঠিত হবে।

আব্দুল কাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশের পাশাপাশি দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী সংগ্রামের সঙ্গীদের সঙ্গে মিলিত হবেন।

তিনি বলেন, বাজেট সংকটের কারণে ফান্ডে কিছু ঘাটতি রয়েছে এবং সহায়তা করতে ইচ্ছুকদের ডোনেশনের আহ্বান জানিয়েছি।

তার পোস্টে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় যেমন আমরা একসঙ্গে স্বৈরশাসকের বিরুদ্ধে লড়েছি, ঠিক সেভাবেই এবারও সবাই মিলিত হয়ে এই আনন্দ উদ্‌যাপন করব।

গরু-খাসি ভোজে সহযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
পরবর্তী পোস্টে আব্দুল কাদের উল্লেখ করেছেন, হুটহাট উদ্যোগের কারণে ফান্ড ও আয়োজনের সব কিছু ম্যানেজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।

তবে মাগরিবের পর শিক্ষার্থীরা মিলিত হয়ে খাওয়াদাওয়ার পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন করবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2