• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আমি শাকিব খানের ভক্ত হয়ে গেছি: প্রভা

প্রকাশিত: ১৩:৪১, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
আমি শাকিব খানের ভক্ত হয়ে গেছি: প্রভা

শাকিব খান ও প্রভা

দেশের বড় সুপারস্টার শাকিব খান। অন্যদিকে অন্যতম আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দু’জনেই শোবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনও কাজ করা হয়নি। তবে সম্প্রতি শাকিব খানের সঙ্গে একটি একটি অংশ নিয়েছিলেন প্রভা, গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রভা। 

এ নিয়ে প্রভা বলেন, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর। 

প্রভা আরও বলেন, আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।

এসময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।

ভবিষ্যতে বড় পর্দায় কাজ করতে চান কি না এমন প্রশ্নে প্রভা বলেন, বড় পর্দায় কেনো যেন আমার ভাগ্য সুপ্রসন্ন হয় না। যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে, কেনো জানি কাজটা আর শেষমেষ হয়ে ওঠেনি। তাই এখন কিছুই বলতে চাই না, যদি আগামীতে কাজ করা হয় তাহলে সেটা তখনই বলবো।

প্রভা বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2