• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

প্রকাশিত: ১৯:২৭, ১৯ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ফের ঢাকায় আসছেন আতিফ আসলাম

ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। এবার ‘ইকোস অব রেভল্যুশন ২.০’ শীর্ষক কনসার্টে গান গাইবেন তিনি। জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পুনর্বাসনে এর আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। আগামী ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে একটি দিন চূড়ান্ত করার পরিকল্পনা চলছে।

কনসার্টের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। গত ২ নভেম্বর ফাউন্ডেশনের সঙ্গে আয়োজকদের সমঝোতা স্মারক সই হয়েছে।

আতিফ আসলাম গত বছরের ২৯ নভেম্বর ঢাকায় এসেছিলেন। তার জনপ্রিয় সব গান দিয়ে ভক্তদের মাতিয়ে রেখেছিলেন এই গায়ক। আতিফ ভক্তদেড় অনেকেই ফেসবুকে প্রিয় গায়কের বাংলাদেশে আসা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2