• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশ্যে ঝগড়া কাজল-তানিশা’র, দুই বোনকে থামালেন মা

প্রকাশিত: ২১:৫৫, ২১ অক্টোবর ২০২১

আপডেট: ২২:২১, ২১ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
প্রকাশ্যে ঝগড়া কাজল-তানিশা’র, দুই বোনকে থামালেন মা

দুজনেই বলিউড অভিনেত্রী, সম্পর্কে দুই বোন।  তারকা তকমা ছেড়ে একেবারে বাড়ির মেয়ে হয়েই কাজল এবং তানিশা অংশ নেন মুখোপাধ্যায় বাড়ির পূজাতে। 

মণ্ডপে দাঁড়িয়ে গল্প করছিলেন পরিবারের সদস্যদের সংগে। হঠাৎই কথোপকথনের পারদ চড়তে থাকে, সেটি কাজলের মুখের অঙ্গভঙ্গীই বলে দেয়। বোনকে উদ্দেশ্য করেই বলে ওঠেন, এই ভুলের জন্য কোনো বাহবা তাঁর প্রাপ্য নয়। উত্তরে তানিশাও বেশ চড়া সুরেই উত্তর দেন। 

শেষমেশ মা তনুজা এসে সামাল দেন পরিস্থিতি। দুজনকেই বকা দিয়ে বলেন, উৎসবের সময় ঝগড়া না করতে। এমনকি কাজলের হাত ধরে বেশ কিছু পরামর্শও দেন তনুজা। 

আরও পড়ুন:
বলিউডে অভিনয় করেছেন বাংলাদেশের যেসব নায়িকা 
শাহরুখের বাসায় তল্লাশি নয়, তাহলে কেন গিয়েছিলো এনসিবি
শাহরুখ খানের বাসায় তল্লাশি 

বিভি/এসডি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2