• NEWS PORTAL

  • শনিবার, ১৬ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লেখক হিসেবে অভিষেক নায়িকা সিবার

প্রকাশিত: ১৭:৫৯, ১৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৮:০০, ১৮ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
লেখক হিসেবে অভিষেক নায়িকা সিবার

নতুন পরিচয়ে হাজির হচ্ছেন মডেল ও অভিনেত্রী সিবা আলী খান। অমর একুশে বই মেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। ‘আত্মা’ নামে বই প্রকাশ করছেন এ অভিনেত্রী। সাতটি ভৌতিক ধরানার ছোট গল্পের সমন্বয়ে  সাজানো হয়েছে বইটি।

শোবিজের বাইরে লেখক পরিচয়ে অভিষেক হওয়া নিয়ে অনেক উচ্ছ্বসিত অভিনেত্রী সিবা আলী খান। তিনি বলেন, ‘এতদিন বইমেলা থেকে পাঠক হিসেবে বই কিনেছি। এবার বইমেলায় নিজের লেখা বই প্রকাশ হবে—এটা ভাবতেই ভীষণ ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে। এই অনুভূতির কথা ভাষায় বলে বোঝাতে পারব না আমি।’

বইটিতে সাতটি গল্প রয়েছে। প্রতিটি গল্প কোনো না কোনোভাবে আত্মার সঙ্গে সম্পৃক্ত। এই সাতটি গল্পের মধ্যে একটি গল্পের নামও ‘আত্মা’। ওই গল্পের ওপরই  বইটির  নাম ‘আত্মা’ নামকরণ করা হয়েছে বলে জানান নায়িকা সিবা।

বই সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘বইয়ের প্রতিটি গল্প ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট নিয়ে লেখা। পাঠকরা বইটি পড়লে ভিউজ্যুয়াল ফিল পাবে, ক্লাইমেক্সের জন্য উদগ্রীব থাকবে। পাঠকরা বইটি পড়লে নিরাশ হবে না, এতটুক গ্যারান্টি দিয়ে বলতে পারি।’

সিনেমার পর্দার বাইরে হঠাৎ করে লেখক হিসেবে অভিষেক করা কী ভেবে জানতে চাওয়া হলে এই অভিনেত্রী বলেন, ‘ছোটবেলা থেকে অনেক বই পড়ি আমি। কখনো ভাবিনি নিজে বই লেখব। কিন্তু যখন শর্ট ফিল্মের কাজ শুরু করি তখন সে সবের গল্প আমার নিজের লিখতে হয়েছে। তারও আগে শর্ট ফিল্মের জন্য আরও কয়েকটি ছোট গল্প লিখেছিলাম। কিন্তু এবার যখন শর্ট ফিল্মের জন্য গল্প লিখতে বসি তখন মনে হলো আমি তো ছোট গল্পের বই লিখতে পারি। সেই ভাবনা থেকে বই লেখা। আশা করি আমার শুভাকাঙ্ক্ষী ও পাঠকদের কাছে ভালো লাগবে বইটি।’

ক্যারিয়ারের শুরু র‍্যাম্প মডেলিং দিয়ে হলেও ‘স্টোরি অব সামারা’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন অভিনেত্রী সিবা আলী খান। তারপর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায় কাজ করেছিলেন। যদিও সিনেমাটির শুটিং পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপর নির্মাতা অনিরুদ্ধ রাসেলের ‘এনকাউন্টার’ ও ‘জামদানি’ সিনেমায় অভিনয় করেন তিনি। দুটি সিনেমাই এখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায়।

বিভি/জোহা

মন্তব্য করুন: