• NEWS PORTAL

  • শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

বাংলাদেশের ৩ জেলায় নিজ নাগরিকদের যেতে নিষেধ করল যুক্তরাজ্য

প্রকাশিত: ১৮:৩৮, ২৩ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
বাংলাদেশের ৩ জেলায় নিজ নাগরিকদের যেতে নিষেধ করল যুক্তরাজ্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এবং বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে লন্ডন। বিশেষ করে পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকায় ভ্রমণ না করতে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা প্রকাশ করেছে।

এফসিডিও জানায়, বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। এই অবস্থায় এফসিডিও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে পরামর্শ দিচ্ছে। এই এলাকায় নিয়মিত সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক ঘটনার খবর পাওয়া যায়, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে।

পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলা হলো-রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান।

সূত্র: গভ.ইউকে

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত