• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু 

প্রকাশিত: ১৫:৫৩, ২০ জুলাই ২০২৩

ফন্ট সাইজ
ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু 

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৩৯ জন সরকারি বিভিন্ন হাসপাতালে এবং বাকি ২৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

বৃহস্পতিবার (২০ জুলাই)  এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। মৃত্যুবরণকারী তরুণীর নাম মুক্তা আখতার।  তার বয়স ২৫ বছর। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ওই তরুণী গত ১০ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৯ জুলাই তিনি মারা যান।  এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৪ জন।  
 

বিভি/রিসি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2