ছাত্র-জনতার আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে বিপিএ
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশে ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন-বিপিএ । ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী-সাংবাদিক-জনতাকে সম্পূর্ণ বিনামূল্যে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা সহায়তা দেওয়ার কার্যক্রম গত মঙ্গলবার (২০ আগস্ট) থেকে শুরু করেছে বিপিএ। ২৫টি হাসপাতালের মাধ্যমে একযোগে দেয়া হচ্ছে এই চিকিৎসা সেবা।
বাংলাদেশে ফিজিক্যাল থেরাপি এসোসিয়েশন (বিপিএ) ঢাকা, চট্রগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর নোয়াখালী, লক্ষ্মীপুর, নেত্রকোনা, ভৈরব, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ২৫টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওই কার্যক্রমের আওতায় রয়েছে। আহত ভুক্তভোগীদেরকে নিম্নের ২৫টি সেবা প্রতিষ্ঠানে যোগাযোগ বা মোবাইল নম্বর সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছে বিপিএ।
আন্দোলনে আহতদের বিনামূল্যে চিকিৎসা প্রদানের জন্য দেশব্যাপী বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের ঠিকানা ও মোবাইল নাম্বারঃ
১- নিউ লাইফ ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, বরিশাল মোবাইল: ০১৭১৬৮০৯২৬৯, ০১৮১৬৩৮৯৮৮৭, মেডি হোপ, (ধনিয়া শাখা), ঢাকা ০১৭০৯৮৩৮০৮৪, মেডি হোপ, (চিটাগাং রোড শাখা), নারায়ণগঞ্জ ০১৭০৯৮৩৮০৮৪, ফরাজি হাসপাতাল লি:, (রামপুরা, বনশ্রী ), ঢাকা ০১৩১৩৩৬২১২৬, এডভান্সড ফিজিওথেরাপি এন্ড ফিটনেস কেয়ার, গাজীপুর ০১৭৭৫১৪৭৬৬৬, ০১৭৭৫১৪৭৮৮৮, পি আর পি, কর্ণেল হাট, চট্টগ্রাম ০১৯১১৮৬৩১৪৫, রেইন বো হার্ট লিমিটেড, ধানমন্ডি, ঢাকা ০১৭১৬১৮৫৯৯৯, গুলশান ক্লিনিক, ঢাকা, ০১৭৫০১৬৩৭৭১, ফরাজি হাসপাতাল লি:, বারিধারা, ঢাকা, ০১৭৫০১৬৩৭৭১, সিটি ফিজিও কেয়ার, খুলনা ০১৭৪৫৫৬০১৫০, ০১৮৪০০৫০৩৯০, অল স্কয়ার হাসপাতাল ফিজিওথেরাপি ইউনিট, নোয়াখালী ০১৭৭৯২৬৩৯৫৭, ০১৮৯২৪০০৮০৭, ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন রিসার্চ সেন্টার, বেগমগঞ্জ, নোয়াখালী ০১৮৪৪৫৮১৯৪৩, ০১৭৮৯৪০৫০৭৩, শিওর সেল মেডিক্যাল বিডি লিমিটেড, গুলশান, ঢাকা ০১৭১৯০৮৮৯৫৬, প্রচেষ্টা ফিজিওথেরাপি এন্ড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার, চট্টগ্রাম ০১৮৮৬৩৭৩৮৯৩, ০১৮৮৬৩৭৩৮৯৮, জাস্টিস আমিন আহমেদ ক্লিনিক বাড়ী, ধানমন্ডি, ঢাকা ০১৭১২৮৬৬৬৪৪, কম্ফোর্ট ফিজিওথেরাপি সেন্টার, সিলেট ০১৭১১০০৪৬৩৫, জালালাবাদ প্রতিবন্ধী ও পুনর্বাসন হাসপাতাল, সিলেট ০১৭৫৫৯২২৮৫৬, ফিজিওথেরাপি বিভাগ, ক্রিসেন্ট হাসপাতাল, উত্তরা, ঢাকা, ০১৭১১২২৮৫০৪, রংপুর পেইন প্যারালাইসিস রিহেব হসপিটাল, রংপুর ০১৭১৫৭৬৬৪৪০, থেরাপি স্টেশন, শান্তিনগর রোড, ঢাকা, ০১৭৭৭১৫৭৫৮৫, নাসির ফিজিওথেরাপি, পূর্ব বাসাবো, ঢাকা ০১৭৭৮৯৯৫৭৪৪, বিপিএইচ স্পেশালিষ্ট চেম্বার-গুলশান, ০১৭৯০২৬৭৩৫৯, ভারটেক্স ফিজিওথেরাপি এন্ড পেইন ক্লিনিক, মোহাম্মদপুর, ঢাকা ০১৭৪২৩৯১৫৩৯, মাধবী ফিজিওথেরাপি সেন্টার, জয়নগর, নেত্রকোনা, ০১৬৭৮০২৯৩৫৩, এক্টিভ লাইফ ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, ভৈরব, ০১৭১২৮০১২৩৪, ফিজিওথেরাপি বিভাগ, ডাঃ আজমল হাসপাতাল, মিরপুর-১০, ঢাকা, ০১৭১২০৮১৫৭৮, আমিন ফিজিওথেরাপি সেন্টার মিরপুর-১২, ঢাকা, ০১৭১১৯৫০০৭৭।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: