• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০

প্রকাশিত: ২০:২৬, ১৮ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪০

ফাইল ছবি

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪০ জন।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

এই প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন এবং খুলনা বিভাগে ৩ জন ও ময়মনসিংহ বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে প্রথম ১৮ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন  ৮৩১ জন। এদের মধ্যে মারা গেছেন আটজন। মারা যাওয়াদের মধ্যে সাতজনই পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন। এদের মধ্যে ৫৭৫ জন মারা যান। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ছিল।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2