রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছেই
হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে ডেঙ্গুতে মৃত্যু আর আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৮ জন। তবে, নিউমোনিয়া রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। পরে ধরা পরছে ডেঙ্গু, যার মধ্যে শিশুই বেশি। সাধারণ জ্বর, ঠান্ডা-কাশি ভেবে ডেঙ্গুর চিকিৎসা নিতে দেরি হওয়ায় রোগীর অবস্থা অনেক ক্ষেত্রেই চলে যাচ্ছে নিয়ন্ত্রণের বাইরে।
রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের শিশু ওয়ার্ডে ব্যস্ত সময় পার করছেন চিকিৎসকেরা। প্রায় প্রতিটি বেডেই ডেঙ্গু রোগী।
এ বছর ডেঙ্গুর পাশপাশি বা ডেঙ্গু পরবর্তী সময়ে নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। স্বজনেরা বলছেন, ডেঙ্গুর লক্ষণ প্রাথমিকভাবে বুঝতে না পারায় রোগী নিয়ে জটিলতা বেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু-বিষয়ক সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ মাসের প্রথম সাতদিনে ডেঙ্গুতে মারা গেছে ২৯ জন। এর মধ্যে গত ২ নভেম্বর ৫ জন ও ৩ নভেম্বরেও ৫ জন মারা গেছেন। ৪ নভেম্বর মৃত্যু হয়েছে আরও চার জনের, ৫ নভেম্বর ১০ জন এবং ৬ নভেম্বর পাঁচ জন মারা গেছে ডেঙ্গুতে।
চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ৩০৭ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৬ হাজার ৫১৪ জন রোগী।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: