থামছে না ডেঙ্গুর থাবা, প্রাণ গেলো আরও চারজনের
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জন প্রাণ হারিয়েছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার (১৮ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২০ জন। মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৪৩ জন মারা গেছেন। অন্যদিকে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৯২৪ জন।
এর আগে গত সোমবার (১৭ নভেম্বর) প্রাণ হারান ৩ জন। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১০০৭ জন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: