বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস উদযাপন, নতুন কার্যকরী কমিটির অভিষেক
“সঠিকভাবে দাঁত প্রতিস্থাপন, সুন্দর হাসি—সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির উদ্যোগে বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস-২০২৬ উদযাপন ও নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর একটি তারকা-খচিত রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
ডেন্টাল চিকিৎসার বিশেষায়িত শাখা প্রস্থোডন্টিকস-এর দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি আয়োজন করা হয় এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মো. আলমগীর কবীর স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ব প্রস্থোডন্টিকস দিবসের তাৎপর্য তুলে ধরেন। সংগঠনের কার্যপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সভাপতি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।
মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, প্রধান উপদেষ্টা, বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ. টি. এম. সাইফুল ইসলাম, অধ্যক্ষ, ঢাকা ডেন্টাল কলেজ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ডা. কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ।
বক্তারা নবনির্বাচিত কার্যকরী কমিটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রস্থোডন্টিকস-এর উন্নয়ন এবং
ডেন্টাল চিকিৎসার অন্যান্য বিশেষায়িত শাখার সঙ্গে কার্যকর সমন্বয় সাধনের মাধ্যমে মুখ ও দাঁতের আধুনিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মুখ ও দাঁতের চিকিৎসার উন্নয়নে এ ধরনের আয়োজন দেশের আপামর জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: