• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

দেশে করোনায় প্রাণ গেলো আরও ৪ জনের

প্রকাশিত: ১৬:৫৯, ৭ মার্চ ২০২২

আপডেট: ১৮:১৫, ৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দেশে করোনায় প্রাণ গেলো আরও ৪ জনের

ফাইল ছবি

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৩৬ জনের। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে। 

সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৫৪৬ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।

২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার নয়টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন ও সিলেট বিভাগের দু’জন। 

আগের দিন রবিবার করোনাভাইরাসে আট জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছিলো ৫২৯ জনের।

বিভি/এএন

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2