• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

দেশে করোনায় মৃত্যুহীন টানা তিন দিন

প্রকাশিত: ১৬:৫১, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
দেশে করোনায় মৃত্যুহীন টানা তিন দিন

মঙ্গলবার ও বুধবারের পর আজ বৃহস্পতিবারও (১৭ মার্চ) করোনা আক্রান্ত হয়ে দেশে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মৃত্যুবিহীন গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

মৃত্যুর মোট সংখ্যা অপরিবর্তিত (২৯ হাজার ১১২) থাকল। গতকাল জানানো হয়েছিল তার আগের দুদিনেও করোনায় দেশে কারো মৃত্যু হয়নি। ফলে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য থাকল দেশ।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

২৪ ঘণ্টায় ১৪ হাজার ১৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৭৯১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৪ শতাংশ।

উল্লেখ্য যে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম  করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

বিভি/এ.জেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2