• NEWS PORTAL

  • বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আবার ১ হাজার পার হলো শনাক্তের সংখ্যা

প্রকাশিত: ১৭:৩০, ২২ জুন ২০২২

ফন্ট সাইজ
আবার ১ হাজার পার হলো শনাক্তের সংখ্যা

প্রায় চার মাস পর দেশে এক দিনে করোনা শনাক্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল আজ। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১হাজার ১৩৫ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে একজনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনে। মোট মারা যাওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৪ জনে।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।

২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৫২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৫৩৬টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2