• NEWS PORTAL

  • সোমবার, ০৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আক্রান্ত ১০ জনের ৭ জনেরই মৃত্যু

দেশের সব জেলা নিপাহ ভাইরাসের ঝুঁকি: আইইডিসিআর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ২৩:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
দেশের সব জেলা নিপাহ ভাইরাসের ঝুঁকি: আইইডিসিআর

দেশের সব জেলা এখন নিপাহ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। এবছর এখন পর্যন্ত ভাইরাসেটিতে ১০ জনের মধ্যে ৭ জনই মারা গেছে। যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ। রবিবার (৫ ফেব্রুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এসব তথ্য জানিয়েছে। আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। যখন যেখানেই নতুন কেস হচ্ছে, আমরা খবরটা পেয়ে যাচ্ছি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১০ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে ৭ জনই মারা গেছেন। 

ডা. তাহমিনা শিরিন বলেন, নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও যান তার নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। আমরা যদি শুধু খেজুরের রস খাওয়াটা বন্ধ করে দিতে পারি তাহলেই ঝুঁকি থেকে মুক্ত থাকতে পারি।

সতর্কতা অবলম্বন করে রস খাওয়া যাবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকেই বলেন, আমরা সাবধানতা অবলম্বন করে রস সংগ্রহ করছি। এটা আসলে ভুল। আপনি যতই জাল দিয়ে ঢেকে রাখেন, এতে আক্রান্তের সম্ভাবনা থেকে যায়। কারণ শুধু রসে বাদুড় মুখ দিলেই নিপাহ ভাইরাস হয় না, বাদুড়ের ইউরিন থেকেও নিপাহ ভাইরাস সংক্রমিত হয়ে থাকে।

বিভি/এইচএস

মন্তব্য করুন: