• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুখবর

প্রকাশিত: ১৭:৫৯, ৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সুখবর

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ মেটার মালিকানাধীন এই অ্যাপ ব্যবহার করেন। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। প্রতিনিয়তই ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে হাজির হয় হোয়াটসঅ্যাপ। এসব পরিবর্তনে অ্যাপটি আরও বেশি জনপ্রিয় হবে বলে মনে করা হচ্ছে।

ব্যক্তিগত কিংবা অফিসিয়ালসহ অনলাইন যোগাযোগের যাবতীয় কাজ এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সমাধান করা হয়। স্বাভাবিকভাবেই বহু প্রয়োজনীয় নথি আদান-প্রদান হয় এই অ্যাপে। তবে আবার অযথাই বহু ছবি-ভিডিও আসে। যা না চাইতেও ডাউনলোড করে ফেললেই নষ্ট নয় ডেটা ও জায়গা। এই সমস্যা সমাধানে এবার প্রাইভেসি ফিচারে বদল আনছে হোয়াটসঅ্যাপ।

প্রথমদিকে হোয়াটসঅ্যাপে আসা যেকোনো ছবি বা ভিডিও নিজে থেকেই ডাউনলোড হয়ে যেত। সেভ হয়ে যেত গ্যালারিতে। পরবর্তীকালে প্রাইভেসি ফিচারে বদল আসে। বর্তমানে আপনি না চাইলে কোনো কিছুই ডাউনলোড হবে না। আপনি ক্লিক করলে তবেই ডাউনলোড হবে। কিন্তু একইসঙ্গে সেভ হয়ে যায় গ্যালারিতে। ফলে না চাইলেও ডেটা ও স্পেস, দুটোই নষ্ট হয়। এই সব কথা মাথায় রেখেই নয়া ফিচার আনছে সংস্থা। জানা যাচ্ছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক। এতে একে যেমন ডেটা বাঁচবে, তেমন ছবি-ভিডিওর অপব্যবহার কমবে।

সংস্থা সূত্রে খবর, ছবি বা ভিডিও গ্যালারিতে সেভ হবে কি না, সে সংক্রান্ত কন্ট্রোল থাকবে প্রেরকের হাতে। তিনিই ঠিক করবেন, যা পাঠাচ্ছেন প্রাপক তা আদৌ সেভ করতে পারবেন কি না। জানা যাচ্ছে, শুধু ছবি-ভিডিও নয়, পরবর্তীতে টেক্সটের ক্ষেত্রেও চালু হবে এই ফিচার।

এবার থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো ছবি-ভিডিও প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না, তা ঠিক করতে পারবেন প্রেরক।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2