• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

যেভাবে চিনবেন চোরাই/নকল ফোন !

প্রকাশিত: ১৭:৪৭, ২৮ জুন ২০২২

ফন্ট সাইজ
যেভাবে চিনবেন চোরাই/নকল ফোন !

পুরনো ফোন কেনার আগে অবশ্যই জানতে হবে যে ফোনটি আপনি কিনতে যাচ্ছেন সেটি চোরাই ফোন কিংবা আইএমইআই পরিবর্তন করা হয়েছে কি না? তানা হলে পড়তে পারেন আইনি জটিলতায়। 

কিছুদিন আগেও একটি অনলাইন প্রতিষ্ঠান থেকে পুরোনো ফোন কিনে জেল জরিমানার শিকার হন এক তরুণ। পরে তার ফেসবুকে একটি আবেগ ঘন স্ট্রাটাসে  শেয়ার করে বিষয়টি জানিয়ে সহায়তা কামনা করেন। 
যাইহোক, ব্যাক্তি মাত্রই যে কেউ পুরোনো ফোন কেনার আগে ফোনটি ব্ল্যাকলিস্ট কি না? আইএমইআই নাম্বার, মডেল ইত্যাদি ভাল করে চেক করে নিতে হবে। পাশাপাশি যার কাছ থেকে ফোনটি কিনছেন তার কাছে থেকে ফোন কেনার রশিদও নিতে হবে। 

যে আইএমইআই/মডেল চেক করবেন:

•    প্রথমে আপনার স্মার্টফোনে *#06# ডায়াল করুন। তাহলে ফোনের আইএমইআই নাম্বার স্ক্রিনে আসবে। 
•    এবার গুগলে https://www.imeipro.info/ অথবা https://www.imei.info/ লিখে সার্চ করুন।

এরপর আইএমইআই এর ঘরে ফোনের আইএমইআই নাম্বার লিখে সার্চ বাটনে ক্লিক করলেই ফোনের যাবতীয় তথ্য আসবে। এখানের কোন তথ্যের সাথে যদি আপনার ফোনের কোন তথ্য না মিলে তাহলে বোঝা যাবে ফোনটি নকল/চোরাই বা আইএমইআই নাম্বার পরিবর্তন করা হয়েছে। 

এবার সিদ্ধান্ত আপনার নকল বা চোরাই ফোন কিনে ঝামেলায় জড়াবেন না কি ঝামেলা এড়াবেন। 


 
 

বিভি/এসআই

মন্তব্য করুন: