ভাষা অনুবাদ করে শোনাবে স্কাইপি

যোগাযোগের এই যুগে সামাজিক বিভিন্ন মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগের কোন বিকল্প নেই। বিভিন্ন মাধ্যমে ম্যাসেজিং, অডিও কল বা ভিডিও কলে একে অপরের সাথে কথা বলা হয়। তবে দেখা যায়, বিশ্বে ভিন্ন ভাষাভাষীর লোকজন থাকায় ভাষা বুঝতে সমস্যা হয়।
এই সমস্যা সমাধানে এবার ভাষা অনুবাদ করে শোনার ফিচার চালু করেছে স্কাইপি। ফলে আপনি অন্য দেশের ভাষা না বুঝলেও আর কোন সমস্যা নেই। সরাসরি এই ফিচার ব্যবহার করে আপনি যে কারো সাথে কথা বলা যাবে। শুধু তাই নয়, নিজের কথাও অন্য ভাষায় অনুবাদ করে শোনানো যাবে। ফলে ভিন্ন ভাষাভাষীরা স্বচ্ছন্দে একে অপরের সঙ্গে অনলাইন বৈঠক করতে পারবেন। মাইক্রোসফট জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সঙ্গে সঙ্গেই মুখের কথা সরাসরি অনুবাদ করে শোনাবে স্কাইপ।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুবাদ করা বাক্য বক্তার কণ্ঠস্বরের আদলে তাৎক্ষণিক শোনা যাওয়ায় স্বচ্ছন্দে আলোচনা করা যাবে। প্রাথমিকভাবে গ্রুপ ভিডিও কলে এ সুবিধা চালু করা হবে।
বিভি/এসআই
মন্তব্য করুন: