কুরস্কে ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি রাশিয়ার
ছবি: ফরেন পলিসি
রাশিয়ার কুরস্কে আক্রমণ করার পর থেকে এ পর্যন্ত ১১ হাজার ২২০ জনেরও বেশি সেনা হারিয়েছে ইউক্রেন বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা জানিয়েছে, এ সময়ে ইউক্রেন বাহিনী ৮৭টি ট্যাঙ্ক, ৭৪টি সেনাবাহী সাঁজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম হারিয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই তথ্য জানায়।
এতে আরও বলা হয়, কুরস্ক অঞ্চলে যুদ্ধের সময় ইউক্রেনীয় বাহিনী ৪২টি পদাতিক যুদ্ধ যান, ৩৬১টি যানবাহন, ৮৪টি আর্টিলারি বন্দুক এবং ২৪টি রকেট লঞ্চার হারিয়েছে। এসব রকেট লঞ্চারের মধ্যে ৭টি হাইমারস এবং পাঁচটি এমএলআরএস অন্তর্ভুক্ত। এছাড়া ইউক্রেনীয় বাহিনী বেশ কয়েকটি ইলেকট্রনিক যুদ্ধ এবং প্রতিরক্ষা রাডার স্টেশনও হারিয়েছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বাহিনী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পাঁচটি আক্রমণ প্রতিহত করেছে। যাতে ইউক্রেনীয় সেনাবাহিনী ৫১০ জন সেনা এবং ১৯টি সাঁজোয়া যান হারিয়েছে। সূত্র: তাস
বিভি/এমআর
মন্তব্য করুন: