মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউরো বিমানবন্দরের কাছে থাকা বনাঞ্চলে দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, মাঝ আকাশে শনিবার (১৭ মে) বিকালে কুয়াতুয়া শহরের কাছে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওহিকুলকুতি সড়ক থেকে ৭০০ মিটার দূরে ওই হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়েছে।
ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের গোয়েন্দা প্রধান ইন্সপেক্টর জোহানেস সিলিরা বলেন, শনিবার ইউরা বিমানবন্দরের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে।
ফ্লাইট বিমান জানিয়েছে, হেলিকপ্টার দুটির মধ্যে একটিতে দুজন এবং অন্যটিতে তিনজন যাত্রী ছিল। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টার দুটি ফিনল্যান্ডের বাইরে থেকে রেজিস্ট্রেশন করা ছিল।
ফিনল্যান্ডের সংবাদমাধ্যম হেলসিনজিং সানোমাটের বরাদ দিয়ে অ্যাস্তোনিয়ার টেলিভিশন চ্যানেল পাবলিক ব্রডকাস্ট (ইআরআর) জানিয়েছে, হেলিকপ্টার দুটির মধ্যে একটি অ্যাস্তোনিয়া এবং আরেকটি অস্ট্রিয়া থেকে রেজিস্ট্রেশন করা হয়। অ্যাস্তোনিয়ার কোম্পানি হেলিকপ্টার দুটি পরিচালনা করত। এর মধ্যে একটির মালিক এওবিই এবং আরেকটি মালিক ইলিয়ন।
পরি এভিয়েশন ক্লাবের বরাদ দিয়ে ইয়েল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টার দুটি একটি এভিয়েশন ইভেন্টে অংশ নেওয়ার জন্য যাচ্ছিল।
কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তার কারণ জানতে স্থানীয় পুলিশের সঙ্গে কাজ করছে ন্যাশনাল ব্যুরো অব ইনভেস্টিগেশন।
সূত্র: রয়টার্স
বিভি/টিটি
মন্তব্য করুন: