পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃত্যু বেড়ে ৩২০

ছবি: ফ্রান্স২৪
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ জনে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাকতুনখোয়া প্রদেশ।
শনিবার (১৬ আগস্ট) দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষের দেওয়া তথ্য-মতে, প্রদেশটিতে বহু বাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেঙে গেছে রাস্তাঘাট, সেঁতু। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দুর্বিষহ দিন পার করছেন বাসিন্দারা। পাকিস্তানশাসিত কাশ্মীরে এবং উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলেও বেশ কয়েকজন মারা গেছে। পাকতুনখোয়া প্রদেশের সোয়াত জেলায় তিনটি স্কুল ধসে গেছে।
দুর্যোগকবলিত অঞ্চলে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচ আরোহী নিহত হয়েছে। বন্যাকবলিত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আগামী ২১ আগস্ট পর্যন্ত প্রদেশটিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকার শঙ্কা করছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। সূত্র: ফ্রান্স২৪
বিভি/এমআর
মন্তব্য করুন: