• NEWS PORTAL

  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

বেলেমে সোমবার থেকে শুরু হচ্ছে কপ-৩০ সম্মেলন

প্রকাশিত: ১২:১১, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বেলেমে সোমবার থেকে শুরু হচ্ছে কপ-৩০ সম্মেলন

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩০তম অধিবেশন (কপ-৩০) আগামী সোমবার (১০ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। ব্রাজিলের বেলেমে শহরে এবারের কপ-৩০ সম্মেলন আয়োজন করা হয়েছে। দুই সপ্তাহব্যাপী আয়োজিত এই সম্মেলনে প্রায় ১৫০টি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনের লক্ষ্য জলবায়ু কর্মপরিকল্পনার পরবর্তী ধাপ নির্ধারণ করা।

এদিকে, আয়োজক দেশ হিসেবে ব্রাজিল এবারের জাতিসংঘ জলবায়ু সম্মেলনকে কেবল কূটনৈতিক আয়োজন নয়, বরং একটি প্রতীকী মুহূর্ত হিসেবে তুলে ধরছে, বিশেষ করে উষ্ণমণ্ডলীয় বন সংরক্ষণ ও অ্যামাজন রেইনফরেস্ট রক্ষাকে বৈশ্বিক জলবায়ু নীতির কেন্দ্রে আনার লক্ষ্যে। 

এবারের সম্মেলনে বাংলাদেশ জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন সহায়তা এবং বৈশ্বিক অর্থায়ন; এই তিনটি মূল ইস্যু বিশ্বের সামনে তুলে ধরবে। যদিও এই প্রতিনিধিদলে থাকছেন না প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সচিব ফারহিনা আহমেদ। তবে, বাংলাদেশের প্রতিনিধিদলকে বেশ কিছু অগ্রাধিকারমূলক লক্ষ্য সামনে রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এগুলো হলো- ২০৩৫ সালের মধ্যে বার্ষিক ৩০০ বিলিয়ন মার্কিন ডলার নতুন বৈশ্বিক জলবায়ু অর্থায়ন লক্ষ্য নির্ধারণ। ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) ২০২৬ সালের মধ্যে চালু করা, যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলো সরাসরি অর্থায়ন পেতে পারে। অভিযোজন অর্থায়ন দ্বিগুণ করা (২০২৫ সালের মধ্যে), বিশেষ করে স্থানীয়ভাবে পরিচালিত, নারী ও তরুণ নেতৃত্বাধীন প্রকল্পে। ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর নিশ্চিত করা, যেখানে কর্মসংস্থান ও নবায়নযোগ্য জ্বালানিতে সমান সুযোগ থাকবে এবং ভুটান ও নেপালের সঙ্গে সীমান্তবর্তী জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানো।

উল্লেখ্য, ২০২৪ সালে কপ-৩০ সম্মেলন আয়োজন করে আজারবাইজান। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: