• NEWS PORTAL

  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

জানা গেলো পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

প্রকাশিত: ১০:৩৩, ১৬ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জানা গেলো পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান। 

তিনি বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। সেক্ষেত্রে রোজা পালন শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে এবং চলতে পারে ৩০ দিন।

যদি জ্যোতির্বিদদের হিসাব পুরোপুরি মিলে যায় তবে প্রথম শাওয়াল, অর্থাৎ ঈদুল ফিতরের দিন হবে শুক্রবার (২০ মার্চ)। তবে নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবে আমিরাতের চাঁদ দেখা কমিটি।

অন্যদিকে আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী যদি রোজা ৩০ দিন পূর্ণ হয় তাহলে আরব আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পেতে পারেন। অর্থাৎ ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রবিবার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) আবার অফিস শুরু হবে।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2