• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

ট্রাম্পপুত্রের আবদার মেটাতেই হোয়াইট হাউসে রোনালদো! (ভিডিও)

প্রকাশিত: ১৫:০০, ২০ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ

যুক্তরাষ্ট্র সফর দিয়ে ফের আলোচনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সালমানের সম্মানে আয়োজিত হোয়াইট হাউজের ‘ব্ল্যাক-টাই ডিনার’ নজর কেড়েছে পুরো বিশ্বের। তবে একই অনুষ্ঠানে ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর উপস্থিতি যোগ করেছে বাড়তি উত্তেজনা।

২০২৩ সাল থেকে সৌদি আরবের লিগে খেলছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় সিআরসেভেন খ্যাত ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোকে দেশটির কূটনৈতিক ও ক্রীড়া–বিনিয়োগের ‘দূত’ হিসেবে দেখা হয়। তাই সৌদি প্রতিনিধিদলের অংশ হিসেবেই তার হোয়াইট হাউসে আমন্ত্রণ। 

তবে নিজের ফুটবলার ইমেজকে ছাপিয়ে রোনালদো যেনো হয়ে উঠেছেন সৌদি আরবের মুখপাত্র। কিংবদন্তি এই ফুটবলার প্রসঙ্গে এমনটাই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ নভেম্বর রাতে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানের আগে ট্রাম্প বলেন, রোনালদোকে অতিথি হিসেবে পাওয়া তার জন্য ‘গৌরবের’ বিষয়।

বাবার মতোই খেলাধুলা ভালোবাসেন ১৯ বছর বয়সী ব্যারন ট্রাম্প। তার ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার কারণে অনেকে মনে করেন, তিনি বাস্কেটবলের মতো খেলায় সহজেই ভালো করতে পারতেন, কিন্তু তার আসল পছন্দ ফুটবল। তবে পর্তুগিজ তারকা রোনালদোর সাথে ব্যারনের কী নিয়ে কথোপকথন হয়েছে, কিংবা ট্রাম্প নিজে তাতে অংশ নিয়েছেন কি না—তা জানা যায়নি।

রোনালদো ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ ক্যারিয়ার শেষে ২০২৩ সালের জানুয়ারি মাসে সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দেন। যেখানে বিশাল অঙ্কের চুক্তিতে আরও অনেক বিশ্বমানের খেলোয়াড়কে দলে ভেড়ানো হয়েছে। সম্প্রতি ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগানের সঙ্গে এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, তিনি ‘একদিন’ ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান তার গুরুত্বের কারণে। তবে একই সঙ্গে রোনালদো দাবি করেছিলেন, বিশ্বজুড়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়েও বেশি পরিচিত। 

এর আগে রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষর করা একটি বিশেষ জার্সি পাঠিয়েছিলেন, যাতে বার্তা ছিল—“শান্তির পথে খেলছি।” হোয়াইট হাউসের সুশোভিত বলরুমে রোনালদোর পাশে ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। আয়োজনে দেখা যায় টেসলা ও এক্স–এর প্রধান ইলন মাস্কের সঙ্গে তাদের সেলফি তোলার দৃশ্যও। প্রযুক্তি, ক্রীড়া ও ব্যবসা জগতের নানা শীর্ষ ব্যক্তিত্বে ভরপুর ছিল সেই রাতটি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বজুড়ে বহু প্রভাবশালী অতিথি উপস্থিত ছিলেন ডিনারে। যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার কূটনৈতিক অংশ হিসেবেই এ আয়োজন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ২০১৬ সালের পর এটাই রোনালদোর প্রথম প্রকাশ্য সফর যুক্তরাষ্ট্রে।

বিভি/এমএফআর

মন্তব্য করুন: