• NEWS PORTAL

  • রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩, ট্রাম্পের হুঁশিয়ারি

প্রকাশিত: ০৯:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৫০, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩, ট্রাম্পের হুঁশিয়ারি

সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেটের) হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। এছাড়াও, আহত হয়েছেন আরও তিন মার্কিন সেনা। শনিবার (১৩ ডিসেম্বর) দেশটির পালমিরাতে এই ঘটনা ঘটে। আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এদিকে, সিরিয়ায় অভিযানের সময় দুই মার্কিন সেনা ও দোভাষী নিহতের ও আহতের পর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেনা নিহতের খবর জানিয়েছে। এর আগে পালমিরায় আইএসআইএসের হামলায় একাধিক সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছিল তারা। এই সেনাদের ওপর আইএসআইএসের মাত্র এক সদস্যই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম। এরপর ওই হামলাকারী পাল্টা হামলায় নিহত হয়।

মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, আইএসআইএসের সন্ত্রাসী ‘মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে’ হামলা চালিয়েছে। হামলাকারী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছেন, ‘যে  এই বর্বর হামলা চালিয়েছেন, তিনি সহযোগী সেনাদের দ্বারা নিহত হয়েছেন।’

এদিকে, সিরিয়ায় মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘটনার ‘কঠোর প্রতিশোধের’ হুঁশিয়ারি করেন এবং নিহতদের ‘তিনজন মহান দেশপ্রেমিক’ হিসেবে আখ্যা দেন। এছাড়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঘটনাটিকে ‘ভয়াবহ’ হামলা বলে উল্লেখ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2