• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সিডনির সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে হামলা, হতাহত ৪০

প্রকাশিত: ২০:২৯, ১৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সিডনির সমুদ্র সৈকতে ইহুদিদের উৎসবে হামলা, হতাহত ৪০

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব আয়োজনে বন্দুক হামলায় ৪০ জনের বেশি মানুষ হাতহত হয়েছেন। পাল্টা গুলিতে সন্দেহভাজন দুই হামলাকারীর মধ্যে একজন নিহত এবং অপরজন গুরুতর আহত হয়েছে।

১৯৯৬ সালে তাসমানিয়া দ্বীপে একজন বন্দুকধারীর গুলিতে ৩৫ জন নিহত হওয়ার পরে এটাই অস্ট্রেলিয়ায় এতো বড় ধরনের সশস্ত্র হামলা আর ব্যাপক হতাহতের ঘটনা। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্র সৈকতে আচমকা বন্দুক হামলায় আতঙ্কিতদের ছোটাছুটিতে ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়। 

পুলিশ প্রতিরোধে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। পরে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক হামলাকারীসহ ১২ জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরেক সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরে নিউ সাউথ ওয়েলসের পুলিশ বিভাগের তরফ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। ঘটনাস্থলে পার্ক করে রাখা একটি গাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ। 

জরুরি সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ বলেছেন, এটি ইহুদিবিদ্বেষী হামলা। হাতহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, সন্ত্রাসবাদী এই হামলা অস্ট্রেলিয়ানদের হৃদয়ে আঘাত হেনেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2