• NEWS PORTAL

  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

শুরু হয়েছে প্রাথমিকে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ 

প্রকাশিত: ১৪:০০, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শুরু হয়েছে প্রাথমিকে আরও ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ 

ফাইল ছবি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। গত ৫ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ হাজার ২১৯টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সব জেলার সব উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকেরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করতে হবে।

চাকরির সারসংক্ষেপ

পদের নাম: সহকারী শিক্ষক

পদসংখ্যা: ১০,২১৯টি

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি। দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ (৪-এর মধ্যে অন্তত ২.২৫ বা ৫-এর মধ্যে অন্তত ২.৮) থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

বয়সসীমা: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন সংক্রান্ত নির্দেশনা

১. আবেদন করতে হবে http://dpe.teletalk.com.bd ওয়েবসাইটে।

২. বিবাহিত নারী প্রার্থী নিজ বা স্বামীর স্থায়ী ঠিকানার যেকোনো একটি বেছে আবেদন করতে পারবেন।

৩. উপজেলা ভিত্তিক নিয়োগ দেওয়া হবে; প্রার্থীর নিজ উপজেলা বা শিক্ষা থানার পদে বিবেচনা করা হবে।

৪. চাকরি ও বদলি উভয়ই নিজ উপজেলা/শিক্ষা থানার মধ্যে সীমিত থাকবে।

৫. ধূমপায়ী বা মাদকাসক্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

৬. সনদপত্র ও ছবির সত্যায়ন অবশ্যই ৯ম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা দ্বারা করতে হবে।

আবেদন করার জন্য যা লাগবে

> এসএসসি, এইচএসসি ও উচ্চশিক্ষার তথ্য

> রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল)

> স্বাক্ষর (৩০০x৮০ পিক্সেল)

আবেদন প্রক্রিয়া

ওয়েবসাইটে গিয়ে Assistant Teacher Post নির্বাচন করে নির্দেশনা অনুযায়ী আবেদন ফর্ম পূরণ করতে হবে। স্থায়ী ঠিকানা ও অন্যান্য তথ্য সতর্কতার সঙ্গে দিতে হবে, কারণ উপজেলা অনুযায়ীই মূল্যায়ন হবে।

ফর্ম সাবমিট করার পর একটি Applicant’s Copy পাওয়া যাবে, যেখানে User ID উল্লেখ থাকবে। এই আইডি ব্যবহার করে টেলিটক প্রি–পেইড নম্বর থেকে আবেদন ফি দিতে হবে।

ফি প্রদানের নিয়ম

ফি: ১০০ টাকা + ১২ টাকা সার্ভিস চার্জ = মোট ১১২ টাকা

১ম এসএমএস: DPER <space> User ID পাঠাতে হবে 16222 নম্বরে

২য় এসএমএস: DPER <space> YES <space> PIN পাঠাতে হবে 16222 নম্বরে

ফি জমা সম্পন্ন হলে প্রার্থী এসএমএসে নিশ্চিতকরণ বার্তা পাবেন এবং Applicant’s Copy পুনরায় ডাউনলোড করতে পারবেন।

পরবর্তী তথ্য

পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য www.dpe.gov.bd এবং dpe.teletalk.com.bd ওয়েবসাইটে ও মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৫ (রাত ১১:৫৯টা পর্যন্ত)

বিভি/এসজি

মন্তব্য করুন: