সেনাবাহিনীতে ‘সৈনিক পদে’ নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে অনলাইনেই
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ‘সৈনিক’ পদে জনবল নেবে সেনাবাহিনী। সাধারণ (জিডি) এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) বিভাগে নারী-পুরুষ নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনেই মাধ্যমেই আবেদন করতে পারবেন। আগামী ৪ ডিসেম্বর শুরু হবে আবে এবং ২৫ জানুয়ারি (২০২৬ ইং) পর্যন্ত আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী
বিভাগের নাম : সাধারণ (জিডি) এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) বিভাগ
পদের নাম : সৈনিক
পদের সংখ্যা : নির্ধারিত নয়
বয়স, যোগ্যতা ও শারীরিক মান দেখুন বিজ্ঞপ্তির ছবিতে।

চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা: অবিবাহিত
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর এই http://sainik.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে।
আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু করে ২৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবে।
বিভি/এজেড




মন্তব্য করুন: