অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদসংখ্যা: ০১টি
লোকবল নিয়োগ: ৪০ জন
পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন এন্ড বেইজ মেইন্টেন্যান্স)
পদসংখ্যা: ৪০টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ (৫ এর মধ্যে) থাকতে
হবে। এসএসসিতে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থ বিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থ বিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৫.০০ (এ+) থাকতে হবে। অথবা ‘ও’ এবং ‘এ’ লেভেল-এ গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে গড়ে ‘এ’ থাকতে হবে।
শর্তাবলি
১. অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রাথীর্গ ণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি)-এ B1.1 (Aircraft Turbine)/ B2 (Avionics) কোর্স (তত্ত্বীয় এবং ব্যবহারিক) সফলভাবে সম্পন্ন করতে হবে। কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন।
২. কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরে বেতন বিভাগ-৩ টেক (বেতন স্কেল-টা: ১২,৫০০/---৩০,২৩০/-) এয়ারক্রাফট মেকানিক হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন।
বয়সসীমা: ৮ জানুয়ারি ২০২৬ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়সসীমা নির্ধারণ করা হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৬
বিভি/এসজি




মন্তব্য করুন: