• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি, আবেদন শুরু

প্রকাশিত: ২০:২২, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৩৩, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
৬৭ হাজার শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি, আবেদন শুরু

দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগের সপ্তম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ৪ জানুয়ারি এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

গত শনিবার (১০ জানুয়ারি) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয় ও পদের জন্য এনটিআরসিএ নিবন্ধন সনদধারী হতে হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

প্রতিটি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ)—আবেদন করতে হলে প্রার্থীকে ১ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে। এ ছাড়া আবেদনকারীদের বয়সসীমা ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2