প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফল গতকাল রবিবার (১৮ জানুয়ারি) প্রকাশ হওয়ার গুঞ্জন থাকলেও আজও তা প্রকাশ হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সূত্র জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশের প্রক্রিয়া এখনও চলমান। সব কার্যক্রম সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে অনুমোদনের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। তবে এখনও সেই চিঠি মন্ত্রণালয়ে পৌঁছায়নি। এ কারণে আজ ফল প্রকাশের সম্ভাবনা নেই।
তবে সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন ১০ লাখ ৮০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।
পরীক্ষার কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ সময় ফেসবুকে কিছু প্রশ্ন ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষের পক্ষ থেকে পরীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
পরীক্ষা শেষে দীর্ঘদিন ধরে ফলের অপেক্ষায় রয়েছেন হাজারো প্রার্থী। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরাতে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়, উত্তরপত্র স্ক্যানিংয়ের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে, যা বুয়েটের একটি বিশেষজ্ঞ টিম সম্পন্ন করেছে। ফলাফল প্রস্তুতির কাজেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
সব প্রক্রিয়া শেষ করে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিভি/টিটি



মন্তব্য করুন: