• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

মাত্র ৫ম শ্রেণি পাসে মডার্ন হারবালে চাকরির সুযোগ

প্রকাশিত: ১৭:২১, ৬ মার্চ ২০২২

ফন্ট সাইজ
মাত্র ৫ম শ্রেণি পাসে মডার্ন হারবালে চাকরির সুযোগ

ভার্মিকম্পোস্ট (কেঁচো) সার উৎপাদনে পারদর্শী হলে মাত্র ৫ পাসেও আকর্ষণীয় সুযোগসুবিধাসহ চাকরি দিবে মডার্ন হারবাল গ্রুপ। আগ্রহীদের কাছ থেকে আগামী ৪ এপ্রিলের মধ্যে আবেদন চেয়েছে প্রতিষ্ঠানটি।


পদের নামঃ ভার্মিকম্পোস্ট (কেঁচো) সার উৎপাদনকর্মী
কোম্পানিঃ মডার্ন হারবাল গ্রুপ
খালি পদঃ ৩

চাকরির দায়িত্বসমূহঃ 
*ভার্মিকম্পোস্ট (কেঁচো) সার উৎপাদনে পারদর্শী হতে হবে।
*নিজের হাতে সার উৎপাদনের জায়গা প্রস্তুত করতে হবে।
*উৎপাদিত সার নিজ হাতে প্যাকেট করতে হবে।

চাকরির ধরন ফুল টাইম
কর্মক্ষেত্রঃ অফিসে। 
কর্মস্থলঃ শরীয়তপুর (নড়িয়া)
বেতনঃ আলোচনা সাপেক্ষ। 

কোম্পানীর অন্যান্য সুযোগ সুবিধাদি
বেতন পর্যালোচনাঃ বার্ষিক
উৎসব ভাতাঃ ২টি (বার্ষিক)
থাকার সুব্যবস্থা রয়েছে।

শিক্ষাগত যোগ্যতাঃ ৫ম শ্রেণি পাস। সার উৎপাদনে দক্ষ হলে শিক্ষাগতযোগ্যতা শিথিলযোগ্য।
দক্ষতাঃ অবশ্যই ভার্মিকম্পোস্ট (কেঁচো) সার উৎপাদনে অভিজ্ঞতা থাকতে হবে। ভার্মিকম্পোস্ট (কেঁচো) সার উৎপাদনে অভিজ্ঞতা না থাকলে দরখাস্ত করার প্রয়োজন নাই।
অভিজ্ঞতাঃ সর্বনিম্ন-১ বছর

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ
*পুরুষ এবং নারী উভয়ই আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে। বিস্তারিত দেখুন এই লিংকে: https://jobs.bdjobs.com/bn/jobdetailsBN.asp?id=1035730&fcatId=26&ln=2

বিভি/কেএস

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2