• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফলের সিদ্ধান্ত জানা গেলো

প্রকাশিত: ২২:৪০, ৯ জুন ২০২২

আপডেট: ২২:৪১, ৯ জুন ২০২২

ফন্ট সাইজ
প্রাথমিক শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফলের সিদ্ধান্ত জানা গেলো

ফাইল ছবি

গত ২০ মে অনুষ্ঠিত হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশিত হলেও দ্বিতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে চিন্তিত অনেকেই।

৪৫ হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা তিন ধাপে নেওয়া হয়েছে। যার তৃতীয় ধাপও সম্পন্ন হয়েছে গত ৩ জুন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ।

নিজের মতো করে কেউ কেউ বলছেন, আজই প্রকাশিত হতে পারে ফল। আবার কেউ বলছেন আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে। কিন্তু সঠিক তথ্য মিলছে না কোথাও।  বৃহস্পতিবার (৯ জুন) দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল নিয়ে প্রশ্ন করা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানকে। তিনি জানান,‘আজ কিংবা কাল নয়, দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল এখই প্রকাশিত হচ্ছে না।’

তবে খুব দ্রুতই দ্বিতীয় ধাপের পরীক্ষা ফল প্রকাশিত হবে উল্লেখ করে মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, আজ ফল প্রকাশিত হচ্ছে না। শুক্র ও শনিবার ছুটি দিন। সুতরাং আগামী দু’তিন দিনেও প্রকাশ করা সম্ভব না। তবে এরপরে গিয়ে দ্বিতীয় ধাপের পরীক্ষা ফল প্রকাশিত হতে পারে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব।’

প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ওই ধাপে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা আগামী ১২ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হলেও ফল এখনো প্রকাশিত হয়নি। 

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2