• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত রেজাল্ট ঘোষণা শিগগিরই

প্রকাশিত: ১৯:১৩, ৭ সেপ্টেম্বর ২০২২

ফন্ট সাইজ
প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত রেজাল্ট ঘোষণা শিগগিরই

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে আগেই। ধাপে ধাপে চলছে মৌখিক পরীক্ষা। এটাও প্রায় শেষ পর্যায়ে। এটা শেষ হলেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহের দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে।বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইভা (মৌখিক পরীক্ষা) আছে। অক্টোবরে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না। এ কারণে পরের মাস অর্থাৎ নভেম্বর মাসের শুরুর দিকে প্রকাশিত হতে পারে।

তিন ধাপ মিলিয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয় গত ৩ জুন। এরপর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য দিনক্ষণ দেওয়া হয়। উপজেলা পর্যায়ে ভিন্ন ভিন্ন দিনে নেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2