• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল বুধবার, কত পদ বাড়বে জানালেন সচিব

প্রকাশিত: ১৬:২৪, ১২ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৬:২৬, ১২ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল বুধবার, কত পদ বাড়বে জানালেন সচিব

ফাইল ছবি

অবশেষে ফুরোচ্ছে অপেক্ষার প্রহর। আর মাত্র দুদিন পরই প্রকাশিত হবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল। আগামী বুধবার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে ৩২ হাজারের বেশি শিক্ষক নিয়োগের ফলাফল। তবে এ নিয়োগে শূন্য পদ যাচাই-বাছাই শেষে বিজ্ঞপ্তির অনুমোদিত পদের সঙ্গে পাঁচ হাজারের মতো পদ বাড়ানো হতে পারে।

সোমবার (১২ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানিয়ে বলেছেন, ‘বুধবার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। আর শূন্য পদ যাচাই-বাছাই শেষে পাঁচ হাজারের মতো পদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রাথমিক বিদ্যালয়ে  ৩২ হাজার ৫৭৭ পদে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে শূন্য পদের বিবেচনায় এটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে পদসংখ্যা বৃদ্ধি নিয়ে সংশয় তৈরি হয়। পদ বৃদ্ধির দাবিতে আন্দোলনও করেন প্রার্থীরা। 

গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, প্রকৃত শূন্য পদ যাচাই-বাছাই শেষে ১৪ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এখন বিজ্ঞপ্তির অনুমোদিত পদের সঙ্গে পাঁচ হাজার পদ বাড়ানো হলে মোট পদ হয় ৩৭ হাজারের কিছু বেশি।

উল্লেখ্য, গত ২০২০ সালের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী। ধাপে ধাপে লিখিত পরীক্ষা নেওয়ার পর মৌখিক পরীক্ষাও নেওয়া হয় তিন ধাপে। সব মিলয়ে চূড়ান্ত ফলাফল একবারেই প্রকাশ করা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন: