• NEWS PORTAL

  • রবিবার, ০৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আজ আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

প্রকাশিত: ০৯:৫১, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ০৯:৫১, ১৮ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
আজ আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

শেষ হচ্ছে অপেক্ষা। বাংলাদেশের সাথে দুটি টেস্ট খেলতে আজ রাতেই ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে রাত পৌনে ১১টায় ঢাকা বিমানবন্দরে পা রাখার কথা স্মিথ-ওয়ার্নারদের। ২৭ আগস্ট মিরপুরে হবে প্রথম টেস্ট। ৩৪ জনের বড়সরো বহর নিয়েই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। তবে, ঢাকায় পা রেখে আজ রাতে কোন সংবাদ সম্মেলনে অংশ নেবে না দলটি। শনিবারের পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেই কথা বলবেন স্টিভেন স্মিথরা। টেস্ট সিরিজ শুরুর আগে দু'দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। সেটির ভেন্যু চূড়ান্ত না হলেও ম্যাচের দিন-তারিখ ঠিক করে রেখেছে বিসিবি। ২২ ও ২৩ আগস্ট ফতুল্লা কিংবা বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচটি। অজিদের প্রতিপক্ষ বিসিবি একাদশ। এদিকে, প্রস্তুতি ম্যাচের দুই ভেন্যুই পরিদর্শন করে ফতুল্লা স্টেডিয়াম নিয়ে শংকা প্রকাশ করছে অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। বিকেএসপির অবকাঠামোয় সন্তুষ্ট তারা। প্রস্তুতি ম্যাচের তিন দিন পর ২৭ আগস্ট মিরপুর স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দুই ম্যাচ সিরিজে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর থেকে হবে দ্বিতীয় টেস্ট।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2