• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

উত্তরাঞ্চলের বন্যার পানি নামতে শুরু হলেও, দক্ষিণ-মধ্যাঞ্চলে বাড়ছে

প্রকাশিত: ১০:০৯, ১৮ আগস্ট ২০১৭

আপডেট: ১০:০৯, ১৮ আগস্ট ২০১৭

ফন্ট সাইজ
উত্তরাঞ্চলের বন্যার পানি নামতে শুরু হলেও, দক্ষিণ-মধ্যাঞ্চলে বাড়ছে

উত্তরাঞ্চলের বন্যার পানি নামতে শুরু হলেও, দক্ষিণ-মধ্যাঞ্চলে বাড়ছে। এ অঞ্চলে আরো তিনদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পদ্মা-যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। মানিকগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। জেলার অন্তত কয়েক হাজার মানুষ পানিবন্দি। বন্যায় তলিয়ে যাওয়ায় ইতোমধ্যে জেলার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কুড়িগ্রামে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। ফলে কমেনি জনদুর্ভোগ। ত্রাণ অপ্রতুল হওয়ায় দুর্গম অঞ্চলে পৌঁছেনি খাদ্য সহায়তা। পানি কমার সাথে সাথে কুড়িগ্রামের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন।

মন্তব্য করুন: