• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

হেভিওয়েট ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

প্রকাশিত: ১৯:০৩, ৩০ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
হেভিওয়েট ৯ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অবস্থানের বিরুদ্ধে গিয়ে অংশগ্রহণের অভিযোগে ৯ জন কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কঠোর শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবসহ মোট ৯ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত নেতারা হলেন:
১. ব্যারিস্টার রুমিন ফারহানা (সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)
২. সাইফুল আলম নীরব (সাবেক আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি)
৩. মুহাম্মদ গিয়াস উদ্দিন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৪. মোহাম্মদ শাহ আলম (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৫. হাসান মামুন (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৬. আব্দুল খালেক (সদস্য, জাতীয় নির্বাহী কমিটি)
৭. তরুণ দে (মহাসচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট)
৮. মামুনুর রশিদ/চাকসু মামুন (সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি)
৯. কৃষিবিদ মেহেদী হাসান পলাশ (সভাপতি, বাঞ্চারামপুর উপজেলা বিএনপি)

বিএনপি সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র বা ভিন্ন কোনো পন্থায় নির্বাচনে অংশ নেওয়া এবং শৃঙ্খলা পরিপন্থি কাজের দায়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনের আগে এমন বড় মাপের বহিষ্কারের ঘটনা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2