নোয়াখালীতে গুলিতে এক ব্যক্তি নিহত
নোয়াখালীতে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে মারা গেছে ডাকাত দলের এক সদস্য। তবে পরিবার ও জেলা যুবদলের নেতাদের দাবী নিহত আলম ছিলেন জেলা যুবদলের আহবায়ক।
পুলিশ বলছে বৃহস্পতিবার ভোরে আমানউল্লাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর গ্রামে বন্দুকযুদ্ধে নিহত হয় আলম প্রকাশ আলম নামের ডাকাত। তিনি ধীতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। বেগমগঞ্জ মডেল থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী আলমের বিরুদ্ধে ডাকাতি ও অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
এরমধ্যে দশটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তবে নিহতের স্বজনদের দাবী আইন-শৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোষাকধারী একদল লোক মঙ্গলবার নিজ বাড়ি থেকে আলমকে তুলে নিয়ে যায়।
তবে এ বিষয়টি অস্বীকার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে, নিহত আলম আলাইয়ারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ছিলেন বলে জানিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামারা চন্দ্র দাস।
মন্তব্য করুন: