নেইমারের বিকল্প হিসেবে উসমান দেম্বলেকেই পাচ্ছে বার্সেলোনা
অবশেষ, নেইমারের বিকল্প হিসেবে নিজেদের পছন্দ উসমান দেম্বলেকেই পাচ্ছে বার্সেলোনা। বরুসিয়া ডর্টমুন্ডের এই তরুণ ফরাসি ফরোয়ার্ডকে ন্যু ক্যাম্পে আনতে গুনতে হচ্ছে তাদের ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি, সাড়ে ১০ কোটি ইউরো।
রোববারই ন্যু ক্যাম্পে পৌঁছে পরের দিন স্বাস্থ্য পরীক্ষা করাবেন ২০ বছর বয়সী দেম্বলে। পাঁচ বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাবটিতে তার বাই আউট ক্লজ হবে ৪০ কোটি ইউরো। ২০১৫ সালে পেশাদার ফুটবলে অভিষিক্ত হয়ে ১২ মাস আগে রেন থেকে ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড।
ট্রান্সফার ফি ছিল দেড় কোটি ইউরো। জার্মান ক্লাবটিতে দ্রুতই নিজেকে মানিয়ে নিয়ে গত মৌসুমে দলটির আক্রমনভাগে গুরুত্বপূর্ন খেলোয়াড় হয়ে ওঠেন ফরাসি ফরোয়ার্ড। গোল করেন ১০টি, অন্যদের দিয়ে করান আরো ২১টি।
ডর্টমুন্ডের সাথে ২০২১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ ছিল তার। এ মাসের শুরুতে বার্সার নেইমার ইতিহাসের রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরোয় পিএসজিতে যোগ দিলে তার শূন্যস্থানে দেম্বলেকেই চেয়ে আসছিলেন কোচ আর্নেস্তো ভালভার্দে। তার পছন্দ পূরনে বার্সাকেও গুনতে হচ্ছে ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফি।
মন্তব্য করুন: