বাংলাদেশ সরকারও রোহিঙ্গা ইস্যু ধামাচাপা দেয়ার চেষ্টা করছে- ড: খন্দকার মোশাররফ হোসেন
মিয়ানমার সরকারের মত বাংলাদেশ সরকারও রোহিঙ্গা ইস্যু ধামাচাপা দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড: খন্দকার মোশাররফ হোসেন।জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড: খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।পরে সাংবাদিকদের ড: খন্দকার মোশাররফ হোসেন বলেন মিয়ানমার থেকে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে হবে।
তারা যাতে আবার নাগরিকত্ব নিয়ে মিয়ানমারে যেতে পারে সরকারকে তার ব্যবস্থা করতে হবে। বিএনপি রোহিঙ্গা ইস্যু নিয়ে নোংরা রাজনীতি করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করেন ড: খন্দকার মোশাররফ হোসেন ।
মন্তব্য করুন: