• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি 

প্রকাশিত: ২২:৩৪, ৭ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মো. আব্দুর রহিম।

বুধবার (৭ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রুটিন দায়িত্বে মহাপরিচালক পদে নিয়োগ দেয় কৃষি মন্ত্রণালয়।

এর আগে তিনি অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কৃষি ক্যাডারের গ্রেডেশন তালিকার শীর্ষে থাকা এই কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি কৃষি সম্প্রসারণ ও উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উল্লেখ্য, এর আগে মহাপরিচালকের দায়িত্বে থাকা এস এম সোহরাব উদ্দিন গত মঙ্গলবার অবসরে যান।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2