• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মালদ্বিপকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

প্রকাশিত: ০৩:৫৬, ২১ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০৩:৫৬, ২১ সেপ্টেম্বর ২০১৭

ফন্ট সাইজ
মালদ্বিপকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

ভুটানে দ্বিতীয় ম্যাচেও জয় পেলো বাংলাদেশ। মালদ্বিপকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে শিরোপার পথে এগিয়ে গেলো লালসুবিজের প্রতিনিধীরা। প্রথম ম্যাচে ভারতকে হারানোয় দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ছয়। দক্ষিণ এশিয়ার ফুটবলে সেরা পরাশক্তি ভারতের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে সাফ অনুর্ধ্ব ১৮ ফুটবলে শুরুটা দারুণ করে বাংলাদেশ দল। দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে মালদ্বিপের মুখোমুখি হয় তারা। চাংলিমিথাং স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে আক্রমন পাল্টা আক্রমনে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশের যুবারা। খেলার ১৪ মিনিটেই সৈকত মাহমুদ বল জড়ান প্রতিপক্ষের জালে। ১-০ গোলে লিড নিয়ে এগিয়ে যায় কোচ রক্সির শিষ্যরা। খেলার ৪৫ মিনিটে আবারো মালদ্বিপের সিমানায় আঘাত হানে বাংলাদেশ। লক্ষ্যভেদ করেন জাফর ইকবাল। ব্যাকফুটে গিয়ে লড়াইয়ে ফিরতে পারেনি মালদ্বিপ। ব্যবধান বাড়েনি বাংলাদেশেরও। ২-০ গোলেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। পাঁচ দলের টুর্ণামেন্টে রাউন্ড রবিন লিগ পদ্ধতির খেলায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই চ্যাম্পিয়ন হবে। শিরোপা দৌড়ে দুই ম্যাচ জিতে টেবিলে স্বাগতিক ভুটানের সাথে সমান অবস্থান বাংলাদেশের।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2