গুলবাহার
রচনা ও পরিচালনা: সুমন আনোয়ার
প্রচার সময়: ঈদের ২য় দিন, ২৬ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে।
অভিনয়ে: মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, ইশরাত নিশাত, ইরেশ যাকের, আফরান নিশো, শিল্পী সরকার অপু, বেবী প্রমুখ।
সুমন আনোয়ার-এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘গুলবাহার’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন, ২৬ সেপ্টেম্বর বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, নুসরাত ইমরোজ তিশা, ইশরাত নিশাত, ইরেশ যাকের, আফরান নিশো, শিল্পী সরকার অপু, বেবী প্রমুখ।
এক মুসলিম মেয়ে প্রতিদিন স্কুলে যায়। সে যাওয়ার পথে এক হিন্দু ছেলের নৌকায় নদী পারাপার হয়। প্রতিদিন কথা হতে থাকে তাদের মধ্যে। দুজন একে অপরকে পছন্দ করে। মামুনুর রশীদ মেয়েটিকে দেখে তার ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার প্রসৱাব দেন। মেয়েটির বাবা রাজি হয়ে যান। বিয়ের পর মেয়েটি তার শ্বশুর বাড়িতে গিয়ে জানতে পারে, যার সাথে তার বিয়ে হয়েছে সেই ছেলেটি পাগল। তার ঘটে নানান ঘটনা।
মন্তব্য করুন: