• NEWS PORTAL

  • সোমবার, ০৬ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখা হবে: তাপস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৯ আগস্ট ২০২২

ফন্ট সাইজ
ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারাবাহিকতা বজায় রাখা হবে: তাপস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ধারাবাহিক অগ্রযাত্রা বজায় রাখা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

শুক্রবার (১৯ অগাস্ট) বিকালে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২২ এর অংশ হিসেবে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত 'ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল' পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।        

মেয়র তাপস বলেন, ‘বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে সারাবিশ্বের মধ্যে একটি উদার নজির। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব এর সূচনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা এই নজির সৃষ্টি করে। বাংলাদেশকে সারাবিশ্বের মাঝে একটি ধর্ম নিরপেক্ষ দেশের রোল মডেলে পরিণত করেছেন। এই ধারাবাহিকতা আমরা বজায় রাখবো।’

মেয়র এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন।

বিভি/জেইউ/এইচএস

মন্তব্য করুন: